India

বিহার: কনস্টেবল প্রভা ভারতীকে গুলি করে খুন করলো প্রাক্তন প্রেমিক হাসান আরশাদ

সম্পর্ক ভেঙে দেওয়া এবং বিয়ে করতে রাজি না হওয়ায় প্রাক্তন প্রেমিকাকে গুলি করে খুন করলেন প্রেমিক। মৃতার নাম প্রভা ভারতী। খুনে অভিযুক্ত প্রেমিকের নাম হাসান আরশাদ। ঘটনা বিহারের কাটিহারের। গত ৮ই ফেব্রুয়ারি, বুধবার রাতে এই ঘটনা ঘটে।

জানা গিয়েছে, প্রভা ভারতী বিহার পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন। কর্মরত থাকা অবস্থায় তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল স্থানীয় যুবক হাসান আরশাদের সঙ্গে। কিন্তু বছর খানেক আগেই হাসানের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন প্রভা। কিন্তু তাতে বেপরোয়া হয়ে ওঠে হাসান।

প্রভার বোন প্রতিমা কুমারী বলেন যে সম্পর্ক ছিন্ন করার পর থেকেই প্রভাকে বিরক্ত করতে শুরু করে হাসান। প্রভাকে বিয়ে করার জন্য চাপ দেওয়ার পাশাপাশি প্রভার ঘনিষ্ঠ ছবি ও ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিতো হাসান। কিন্তু তাতেও হাসানকে বিয়ে করতে রাজি হয়নি প্রভা।

প্রতিমা জানান যে বেশ কিছুদিন ধরেই প্রভাকে হুমকি দিচ্ছিলেন হাসান। এমনকি তাকে বিয়ে না করলে প্রভাকে খুন করার হুমকি দিচ্ছিলেন হাসান, এমনটাই অভিযোগ করেছেন প্রতিমা। এমনকি কিছু ঘনিষ্ঠ মুহুর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার কথা বলে প্রভাকে ব্ল্যাকমেল করে যাচ্ছিলেন হাসান, এমনটাই অভিযোগ। প্রভা পুলিশে অভিযোগ জানানোর পরেও হাসানের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ করেছেন তাঁর বোন প্রতিমা।

এদিকে ঘটনার পর থেকেই হাসান আরশাদ পলাতক। ঘটনায় মোট সাতজনের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। যাদের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে, তাঁরা হলেন হাসান আরশাদ, মহম্মদ কাদির, সাজ্জাদ, দানিশ, সোনু, ডিজ্ঞা এবং প্রিয়াংশ। এখনও পর্যন্ত পুলিশ মহম্মদ কাদিরকে গ্রেপ্তার করতে পেরেছে।

উল্লেখ্য, প্রভা ভারতী আদতে মুঙ্গের জেলার জামালপুরের বাসিন্দা। পুলিশ কনস্টেবল হিসেবে কাটিহার থানায় পোস্টিং ছিলেন। থানায় কর্মরত থাকার সময়েই তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল হাসান আরশাদের। পরে হাসানকে বিয়ে করতে অস্বীকার করেন এবং সম্পর্ক ছিন্ন করেন প্রভা।

Image Credits: Dainik Bhasker

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!