India

অযোধ্যার শ্রীরাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি, বিহার থেকে গ্রেপ্তার ৮ PFI সদস্য

অযোধ্যার শ্রীরাম মন্দির নির্মাণের কাজ চলছে জোর গতিতে। ইতিমধ্যেই মন্দিরের বিগ্রহ নির্মাণের জন্য নেপাল থেকে আনা হয়েছে শালগ্রাম শিলা। বিধি মেনে পূজার্চনার পর তা শ্রীরাম জন্মভূমি ন্যাসের হাতে তুলেও দেওয়া হয়েছে। আর এরই মধ্যে শ্রীরাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি এলো। আর সেই হুমকির পরই সতর্ক রয়েছেন গোয়েন্দারা।

খবর অনুযায়ী, শ্রীরাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকির পরই NIA(National Investigation Agency) বিশেষ অভিযান চালায় বিহারে। বিহারের মোতিহারি জেলা থেকে ৮ জন ইসলামিক মৌলবাদীকে গ্রেপ্তার করেন NIA-এর গোয়েন্দারা। ধৃতরা সকলেই নিষিদ্ধ ইসলামিক কট্টরপন্থী সংগঠন পপুলার ফ্রন্ট ওফ ইন্ডিয়া(PFI)-এর সদস্য।

আজ ৪ঠা ফেব্রুয়ারি, শনিবার সকালে NIA গোয়েন্দাদের একটি দল বিহারের মোতিহারি জেলার চকিয়া থানার অন্তর্গত কুয়াবা গ্রামে অভিযান চালায়। সেই অভিযানে মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে বিহারের ফুলওয়ারী শরীফে জিহাদিদের ট্রেনিং ক্যাম্প চালানো PFI নেতা রিয়াজ মারুফকে গ্রেপ্তার করেছে NIA।

উল্লেখ্য, রিয়াজ মারুফ PFI সদস্য এবং বিহার জুড়ে জিহাদী মডিউল পরিচালনা করতো। PFI নিষিদ্ধ হওয়ার পর থেকেই রিয়াজ মারুফকে ধরতে একাধিকবার অভিযান চালায় NIA। কিন্তু ফেরার থাকায় রিয়াজকে এতদিন গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

তবে NIA অভিযান ঘিরে নানা বিষয় উঠে এসেছে। বিশেষ করে NIA যেখানে অভিযান চালিয়েছে, সেই অঞ্চল দিয়েই শ্রীরাম মন্দিরের জন্য নেপাল থেকে শালগ্রাম শিলা ভারতে এসেছে। তাছাড়া NIA যাদের গ্রেপ্তার করেছে তাঁরা সকলেই PFI সদস্য। কিন্তু সংগঠন নিষিদ্ধ হওয়ার পর থেকেই ঘাপটি মেরে ছিল। ফলে সংগঠন নিষিদ্ধ হলেও ইসলামিক মৌলবাদের বিপদ যে এখনও পর্যন্ত শেষ হয়নি, তা শ্রীরাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকিতে স্পষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!