India

রাম ভক্তদের উপরে গুলি চালানোর নির্দেশ দেওয়া মুলায়ম সিং যাদবকে পদ্মবিভূষণ দিচ্ছে মোদী সরকার

কয়েকদিন আগেই পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষনা করেছে কেন্দ্র সরকার। আর সেই তালিকায় সমাজবাদী পার্টির মুলায়ম সিং যাদবের নাম চমকে দিয়েছে অনেককেই। কেন্দ্রের ঘোষণা অনুযায়ী, মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হবে মুলায়ম সিং যাদবকে। আর এমন ঘোষণায় ক্ষুব্ধ দেশের তামাম রামভক্ত। এমনকি কেন্দ্রের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ রাম ও শরৎ কোঠারির দিদি পূর্ণিমা।

উল্লেখ্য, অযোধ্যায় শ্রী রাম জন্মভূমি আন্দোলন চলাকালীন রামভক্তদের উপরে গুলি চালানোর নির্দেশ দেন উত্তর প্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব। করসেবা করতে গিয়ে পুলিশের গুলিতে মৃত্যু হয় কলকাতার বড়বাজারের বাসিন্দা দুই ভাই রাম ও শরৎ -এর। আর কেন্দ্রের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ তাদের দিদি পূর্ণিমা কোঠারি, যিনি বর্তমানে বিজেপির নেত্রীও বটে।

ছবি: পূর্ণিমা কোঠারির ফেসবুক পোস্ট

ফেসবুক পোস্ট ক্ষোভ উগরে দিয়েছেন পূর্ণিমা কোঠারি। ফেসবুক পোস্ট করে তিনি লেখেন, “করসেবকদের রক্ত ঝরানোর জন্য পদ্ম পুরস্কার? এখন তো মনে হচ্ছে করসেবার জন্য ফাঁসি হতে পারে।” তাঁর সেই পোস্টে অনেকেই কেন্দ্র সরকারের এমন সিদ্ধান্তের নিন্দা করেছেন। অনেকেই বলছেন যে তাঁর দুই ভাই রাম মন্দিরের জন্য প্রাণ বলিদান দিয়েছেন। তাই এমন সিদ্ধান্তে ক্ষোভ দুঃখ হওয়া স্বাভাবিক।

তবে দেশজুড়ে নিন্দার ঝড় উঠলেও মোদী সরকার নীরব। সরকারের ছোটবড় কোনও নেতার পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। অনেকের প্রশ্ন যে ঠিক কোন অবদানের জন্য মুলায়ম সিং যাদবকে মরণোত্তর পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত করার সিদ্ধান্ত কেন্দ্র সরকার নিলো, তা স্পষ্ট করে জানাক কেন্দ্র সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!