India

ইন্দোর: থানার সামনে ‛সর তন সে জুদা’ স্লোগান ইসলামিক মৌলবাদীদের, তদন্তে পুলিশ

মধ্যপ্রদেশের ইন্দোর শহরে ‛সর তন সে জুদা’ স্লোগান কান্ডে শেষমেশ তৎপর হলো পুলিশ। পুলিশের তরফে জানানো হলো উষ্কানীমূলক স্লোগান দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, বিশ্ব হিন্দু পরিষদ(VHP)-এর নেতা তথা জাতীয় মুখপাত্র বিনোদ বনসল সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দুটি ভিডিও শেয়ার করেন। তিনি দাবি করেছিলেন যে ইসলামিক মৌলবাদীরা ইন্দোর শহরের সদর বাজার থানার অন্তর্গত বাদওয়ালি চক এলাকায় এবং খোজরানা থানার সামনে ‛আল্লাহু আকবর’ এবং ‛সর তন সে জুদা’-র মতো উষ্কানীমূলক স্লোগান দিতে থাকেন।

তাঁর করা টুইটে বনসল মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান এবং স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রকে ট্যাগ করে লেখেন যে তাঁরা হয়তো জানেন যে ইন্দোর শহরে ‛সর তন সে জুদা’ গ্যাং সক্রিয় হয়ে উঠেছে। বিনোদ বনসল ওই জিহাদিদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান। তিনি এও জানান যে VHP-এর তরফে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করবে।

পরে ইন্দোরের পুলিশ কমিশনার হরিনারায়ণচারী মিশ্রের সঙ্গে গত বুধবার সন্ধ্যায় দেখা করেন VHP-এর প্রতিনিধিদল। কমিশনার জানান যে দুটি ঘটনা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই সদর বাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানান ইন্দোরের পুলিশ কমিশনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!