সিরিয়ার ইসলামিক স্টেট জিহাদিদের জন্য পশ্চিমবঙ্গ থেকে অর্থ সংগ্রহ করছিল আব্দুর কুরেশি

সিরিয়ায় থাকা ইসলামিক স্টেট(ISIS) জিহাদিদের জন্য পশ্চিমবঙ্গ থেকে অর্থ সংগ্রহ করছিল ধৃত আব্দুর রাকিব কুরেশি। সংগ্রহ করা অর্থ অনলাইনে সিরিয়ায় থাকা জিহাদিদের কাছে পাঠানোর চেষ্টা করছিল সে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সিরিয়ার জিহাদিদের সঙ্গে যোগাযোগ রেখে চলতো কুরেশি, তদন্তে নেমে এমন তথ্য হাতে পেয়েছে কলকাতা পুলিশের এসটিএফ।

তদন্তে গোয়েন্দারা আরও জানতে পেরেছেন যে সিরিয়ায় থাকা ইসলামিক স্টেটের এক মহিলা জিহাদির সঙ্গে নিয়মিত চ্যাট করতো কুরেশি। তাঁর পরামর্শ মতই বিভিন্ন সোশ্যাল সাইটে একাধিক ফেক প্রোফাইল খুলে নিয়মিত ইসলামিক স্টেটের মতাদর্শ প্রচার করতো সে। সেই মহিলা দাবি করেছে যে সে বর্তমানে সিরিয়াতে রয়েছে এবং সেখানে ইসলামিক স্টেটের হয়ে লড়াই করছে।

ওই মহিলা আব্দুর রাকিব কুরেশিকে বোঝায় যে সিরিয়ায় ‛জিহাদ’ চালিয়ে যাওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে অর্থ সংগ্রহ করছে তাঁরা। ওই মহিলা কুরেশিকেও অর্থ সংগ্রহ করতে বলে। কুরেশিকে বলা হয় যে অর্থ সংগ্রহ করে তা ডলারে কনভার্ট করতে এবং ক্রিপ্টো কারেন্সির ওয়ালেটের মাধ্যমে তা সিরিয়ায় পাঠাতে।

সেই মতো দেশের বিভিন্ন রাজ্য থেকে অর্থ সংগ্রহ করে কুরেশি। ইসলামিক স্টেটের প্রতি সহানুভূতি থাকা বহু ব্যক্তি কুরেশিকে টাকা দিয়েছিলেন, যাদের মধ্যে এই রাজ্যের অনেকে রয়েছেন। এমনকি হাওড়ার টিকিয়াপাড়ার বাসিন্দা সাদ্দাম বেশ কিছু টাকা তুলেছিল এবং সিরিয়ার ইসলামিক স্টেট জঙ্গিদের পাঠানোর চেষ্টা করছিল। আপাতত তদন্ত করে ঘটনার গভীরে যেতে চাইছেন গোয়েন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!