বিহার: কলেজে সরস্বতী পূজায় নিষেধাজ্ঞা জারি করলেন প্রিন্সিপাল, প্রতিবাদে হিন্দু ছাত্রদের বিক্ষোভ

কলেজে সরস্বতী পূজা করার দাবিতে ছাত্রদের বিক্ষোভে উত্তাল বিহারের মাধেপুরার ইঞ্জিনিয়ারিং কলেজ। ছাত্রীদের দাবি যে কলেজ ক্যাম্পাসে সরস্বতী পূজা করবে তাঁরা। কিন্তু কলেজের অধ্যক্ষ পূজা করার অনুমতি দিতে রাজি নন। তাই পূজা করার অনুমতি আদায়ে বিক্ষোভের পথ বেছে নিলেন ছাত্ররা।

জানা গিয়েছে, মাধেপুরায় রয়েছে বিপি মন্ডল ইঞ্জিনিয়ারিং কলেজ। আগামী ২৬শে জানুয়ারি কলেজে সরস্বতী পূজা করতে চেয়ে সব হিন্দু ছাত্র প্রস্তুতি শুরু করে দেন। কিন্তু এই কথা অধ্যক্ষ অরবিন্দ কুমার অমরের কানে পৌঁছাতেই এক নির্দেশিকা জারি করেন। নির্দেশিকায় বলা হয় যে কলেজের ক্যাম্পাসে কোনরকম পূজা করা যাবে না।

সেই নির্দেশিকা চোখে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন হিন্দু ছাত্ররা। তাঁরা কলেজের ক্লাস বয়কট করে বিক্ষোভে সামিল হন। গতকাল ২০শে জানুয়ারি, শুক্রবার অচলাবস্থা কাটাতে অধ্যক্ষ বিক্ষোভরত ছাত্রদের সঙ্গে আলোচনায় বসেন। সেই আলোচনায় অধ্যক্ষ ছাত্রদের মূর্তির বদলে হোস্টেলের ঘরে মা সরস্বতীর ছবি রেখে পূজা করার পরামর্শ দেন। কিন্তু বিক্ষোভরত ছাত্ররা সেই পরামর্শ মেনে নেননি।

আজ ২১শে জানুয়ারি, শনিবার ফের হিন্দু ছাত্ররা বিক্ষোভে সামিল হন। পূজা করার দাবিতে এবং অধ্যক্ষের নিন্দায় স্লোগান দিতে থাকেন ক্ষুব্ধ ছাত্ররা। উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো কলেজ ক্যাম্পাসে। পরিস্থিতি সামাল দিতে কলেজ কর্তৃপক্ষ পুলিশে খবর দেন। পুলিশ বুঝিয়ে সুঝিয়ে ছাত্রদের শান্ত করার চেষ্টা করে। শেষ পাওয়া খবর অনুযায়ী ছাত্ররা সরস্বতী পূজা করার দাবিতে অনড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!