Bangladesh

বাংলাদেশ: শাঁখা-সিঁদুর পরে কুমিল্লার পূজামণ্ডপে ছিনতাই, গ্রেপ্তার তিন মুসলিম মহিলা

শাঁখা ও সিঁদুর পরে হিন্দু সেজে বেশ কয়েকজন মহিলা ঘুরে বেড়াচ্ছিলেন পূজা মন্ডপের আশেপাশে। সুযোগ বুঝেই পূজায় আসা মহিলাদের সোনার চেন ও মানি ব্যাগ ছিনতাই করছিলেন। পরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তিন মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনা বাংলাদেশের কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা এলাকার।

জানা গিয়েছে, আন্দিকোট এলাকায় সিদ্ধেশ্বরী মন্দিরে পূজা চলছিল। সেই সময় পূজা মণ্ডপে ভিড় ভালোই ছিল। কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দির ও তাঁর আশেপাশে সিসিটিভি লাগানো হয়েছিল।

পূজার সময় বেশ কয়েকজন হিন্দু মহিলা অভিযোগ করেন যে মেলায় তাদের সোনার চেন ছিনতাই হয়েছে। সেই অভিযোগ শুনে মন্দির কমিটির লোকজন বাঙ্গরা থানায় খবর দেন। খবর পেয়ে ওসি রিয়াজ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে। পুলিশের দলটি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তিন মহিলাকে গ্রেপ্তার করে।

কিন্তু গ্রেপ্তার করা মহিলাদের জেরা করে চমকে যায় পুলিশ। জেরায় ওই মহিলার জানায় যে তাঁরা সকলেই মুসলিম। ছিনতাই করার জন্য শাঁখা সিঁদুর পরে হিন্দু সেজে পূজায় এসেছিল। 

পুলিশের তরফে জানানো হয়েছে যে ওই তিন মহিলা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমণ্ডল গ্রামের বসির মিয়ার স্ত্রী কাজলী আক্তার (৩৩), একই গ্রামের ছোট্টু মিয়ার স্ত্রী বানু বেগম (৩৯) ও হবিগঞ্জ জেলার লাখাই থানার গনিপুর গ্রামের গাজী মিয়ার স্ত্রী সোমা আক্তার (৩০)।

হিন্দুদের পূজায় এইভাবে ঢুকে পড়ায় চিন্তিত পুলিশ। কোনরকম অশান্তি এড়াতে আগেই প্রচার করা হয়েছিল যে পূজায় যেনো মুসলিমরা প্রবেশ না করে, তারপরই এভাবে তিন মুসলিম মহিলার ঢুকে পড়ায় চিন্তিত পুলিশ, এমনটাই জানিয়েছেন ওসি রিয়াজ উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!