India

‘হিন্দু ধর্মে তিন তালাক নেই’, হিন্দু ধর্ম গ্রহণ করে সাতপাকে বাঁধা পড়লেন ইলমা খান

উত্তর প্রদেশের এক মুসলিম তরুণী বাড়ি থেকে পালিয়ে তাঁর হিন্দু প্রেমিককে বিয়ে করেছেন। আর এই বিয়ে হয়েছে সনাতন হিন্দু ধর্মের সমস্ত নিয়ম মেনেই। এমনকি বিয়ের পরে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন ওই মুসলিম তরুণী। তারপরই নিজের এবং স্বামীর জন্য নিরাপত্তা দাবি করেছেন ওই তরুণী।

ঘটনা উত্তর প্রদেশের বদাউনের। বদাউনের মুসলিম তরুণী মুসলিম তরুণী ইলমা খান একজন হিন্দু ছেলেকে ভালোবাসতেন। তাঁর সঙ্গে সংসার করতে চেয়েছিলেন। কিন্তু তাঁর পরিবার এই সম্পর্কে আপত্তি জানানোয় বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ইলমা। তারপর প্রেমিক সোমেশকে বিয়ে করেন হিন্দু নিয়ম মেনেই।

জানা গিয়েছে, সোমেশের সঙ্গে ঘর ছাড়ার পর ইলমা বরেলির অগস্ত্য মুনি আশ্রমে গিয়ে বিবাহ করার সিদ্ধান্ত নেন। বিবাহের পূর্বে ইলমা খান স্বেচ্ছায় ইসলাম ধর্ম ত্যাগ করার সিদ্ধান্ত নেন এবং হিন্দু ধর্ম গ্রহণ করেন। হিন্দু ধর্ম গ্রহণের পর তাঁর নতুন নাম হয় সৌম্যা। তারপরই সোমেশকে বিয়ে করেন সৌম্যা।

সৌম্যা জানায় যে ইসলাম ধর্মের তিন তালাক সমেত একাধিক বিবাহ করার প্রবণতা দেখার পরই হিন্দু ধর্ম গ্রহণের বিষয়ে আগ্রহ তৈরি হয় তাঁর। এমনকি হিন্দু যুবককে বিয়ে করতে চেয়েছিলেন তিনি। শেষমেষ নিজের প্রেমিককে বিয়ে করতে পেরে নিজেকে সুরক্ষিত বোধ করছেন বলে জানিয়েছেন সৌম্যা।

সোমেশ জানান যে ইলমা ওরফে সৌম্যার বাড়ি তাঁর বাড়ির খুব কাছেই। ফলে তাঁর পরিবারকে নানারকম হুমকির সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ সোমেশের। নিজদের এবং তাঁর পরিবারের নিরাপত্তার আবেদন জানিয়েছেন সোমেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!