বাংলাদেশ: যশোরে হিন্দু ব্যবসায়ীকে গুলি করে হত্যা

বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে নির্যাতন অব্যাহত। এবার এক হিন্দু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করলো দুষ্কৃতীরা। খুন হওয়া ব্যবসায়ীর নাম সুব্রত মন্ডল(৫০)। তিনি মৎস্য উৎপাদন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

গতকাল ১১ই জানুয়ারি, বুধবার যশোর জেলার অভয়নগর উপজেলার দামুখালী গ্রামে ওই ব্যবসায়ীকে খুন করার ঘটনা ঘটে।

খবর অনুযায়ী, সকালে ওই ব্যাবসায়ী দামুখালী বাজারে একটি চায়ের দোকানে বসেছিলেন। সেই সময়ে বাইকে করে আসা অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি লেগে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে খবর, সুব্রত মন্ডল বেশ কয়েকটি মাছের ভে মালিক ছিলেন। সেই কারণেই হয়তো তাকে খুন করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!