West Bengal

পূর্ব মেদিনীপুর: শতাব্দী প্রাচীন শিব মন্দিরের সংস্কারে বাধা জিহাদিদের, মারধর হিন্দুদের

শতাব্দী প্রাচীন শিব মন্দির সংস্কারের কাজে বাধা দিলো জিহাদিরা। গ্রামের হিন্দু বাসিন্দাদের মারধর করার পাশাপাশি জিহাদিদের হাতে মার খেয়েছেন গ্রামের তৃণমূল পঞ্চায়েত প্রধানও। আর এই ঘটনা ঘিরেই উত্তেজনা ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার অন্তর্গত রাধাবল্লভচক গ্রামে।

ছবি: লাঠি হাতে জিহাদিরা

জানা গিয়েছে, গ্রামেই একটি শতাব্দী প্রাচীন শিব মন্দির আছে। সেই মন্দির পুরনো জরাজীর্ণ হয়ে পড়ায় তা সংস্কার করার উদ্যোগ নেন গ্রামের হিন্দু বাসিন্দারা। সেই মত পাকা মন্দির নির্মাণ করার কাজ শুরু হয়। আর তাতেই আপত্তি জানান গ্রামের কিছু মুসলিম বাসিন্দা। তখন স্থানীয় নেতাদের কথায় সেই আপত্তি অগ্রাহ্য করেই মন্দির নির্মাণের কাজ চলতে থাকে।

ছবি: ঘটনাস্থলে লাঠি হাতে উন্মত্ত জিহাদিরা

অভিযোগ, মন্দির নির্মাণ স্থলে হামলা চালায় একদল উন্মত্ত মুসলিম জনতা। তাঁরা লাঠি নিয়ে নির্মীয়মান মন্দিরে ভাঙচুর চালায়। সিমেন্টের ঢালাই পিলার ও দেওয়ালে ভাঙচুর চালায় বলে অভিযোগ। বাধা দিতে গিয়ে মার খান স্থানীয় হিন্দুরা। অভিযোগ, স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধানকেও মারধর করে জিহাদিরা।

ছবি: জিহাদিদের লাঠির আঘাতে মাথা ফেটেছে এক ব্যক্তির

খবর অনুযায়ী, জিহাদিদের হামলায় কয়েকজন আহত হয়েছেন। একজনের মাথা ফেটেছে। স্থানীয়দের কথায়, ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছালেও সংখ্যায় কম থাকায় উন্মত্ত জিহাদিদের নিয়ন্ত্রণ করতে ব্যার্থ হয় তাঁরা।

ছবি: অম্বিকানন্দ মহারাজের ফেসবুক পোস্ট

এদিকে ঘটনা নিয়ে সরব হয়েছেন স্বামী অম্বিকানন্দ মহারাজ, যিনি ‘বঙ্গীয় হিন্দু সেনা’ নামে একটি সংগঠনের অধ্যক্ষ। তিনি ঘটনাস্থলে যাবেন বলে জানিয়েছেন। তিনি ফেসবুক পোস্ট এই জিহাদী হামলার বিষয়ে লিখেছেন। তাঁর অভিযোগ, পুলিশ নিরীহ হিন্দুদের গ্রেপ্তার করার চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!