India

হিন্দু শাসনের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিলো আল-কায়দা, ‛গজবা-ই-হিন্দ’ পত্রিকায় উস্কানি

ফের ভারতের মুসলিমদের লক্ষ্য করে উষ্কানীমূলক প্রচারে নামলো মৌলবাদী জঙ্গি সংগঠন আল-কায়দা। তাদের পত্রিকা ‛গজবা-ই-হিন্দ’-এ ভারতের মুসলিমদের উদ্দেশ্য করে বলা হয়েছে যে ভারতে চলা হিন্দু শাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা উচিত। এমনকি অযোধ্যার শ্রী রাম মন্দির ভেঙে গুঁড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।

খবর অনুযায়ী, আল-কায়দা অনলাইনে ‛গজবা-ই-হিন্দ’ পত্রিকার ডিসেম্বর মাসের সংস্করণ প্রকাশ করেছে। সেই সংস্করণের ছত্রে ছত্রে হিন্দুদের বিরুদ্ধে ঘৃণা ও উষ্কানীমূলক কথা লেখা হয়েছে। এমনকি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে ঘৃণা উগরে দেওয়া হয়েছে সেই পত্রিকায়।

পত্রিকায় বলা হয়েছে যে বর্তমান ভারতে ‛হিন্দু শাসন’ চলছে। বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের আমলকে ‛হিন্দু শাসন’ বলে উল্লেখ করা হয়েছে। পত্রিকায় ভারতীয় মুসলিমদের সেই শাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, ‛একদিন রাম মন্দির ভেঙে বিশাল মসজিদের নির্মাণ করা হবে। তবে তা বিনামূল্যে হবে। তার জন্য ভারতীয় মুসলিমদের এগিয়ে আসতে হবে।’

হিন্দু ঘৃণা ছাড়াও গণতান্ত্রিক সরকার ও সেক্যুলার সিস্টেমের বিরুদ্ধেও লেখা হয়েছে ওই পত্রিকায়। বলা হয়েছে যে সেক্যুলার সিস্টেমে মুসলিমদের কোনও কল্যাণ হবে না। পুরো ভারতে যেদিন ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হবে, সেদিনই মুসলিমদের জন্য ভালো দিন আসবে। উস্কানি দিয়ে লেখা হয়েছে যে মূর্তি পুজক হিন্দুদের অধীনে থাকা মুসলিমদের জন্য অপমানজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!