মাদ্রাসা নিয়ে নিজের মতামত স্পষ্ট ভাষায় জানালেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সাংবাদিকের প্রশ্নের উত্তরে সাফ জানালেন আসামের মাটিতে থাকা সব মাদ্রাসা বন্ধ করে দেব। তার বদলে স্কুল, কলেজ, ফার্মাসি কলেজ ও মেডিকেল স্কুল তৈরি করার ইচ্ছা আছে। এর কারণ হিসেবে হিমন্ত জানান যে তিনি চান মুসলিম ভাই-বোনেরা ডাক্তার,ইঞ্জিনিয়ার হোক।
উল্লেখ্য, গতকাল ২রা ডিসেম্বর, বৃহস্পতিবার নিউজ১৮ আয়োজিত এক সম্মেলনে যোগ দেন হিমন্ত বিশ্বশর্মা। সেই সম্মেলনের শিরোনাম ছিল- ‛চৌপাল’। সেই সম্মেলনে সাংবাদিকের একের পরেক প্রশ্নের উত্তর নিজের সোজাসাপ্টা ভঙ্গিতে জবাব দেন হিমন্ত।
মাদ্রাসা নিয়ে করা প্রশ্নের উত্তরে হিমন্ত সাফ জানান যে সব মাদ্রাসা বন্ধ করার ইচ্ছা আছে। তার বদলে স্কুল, কলেজ তৈরি করার ইচ্ছা রয়েছে। তবে কতটা করতে পারবেন, তা তিনি জানেন না বলেই মন্তব্য করেন তিনি। মাদ্রাসা প্রসঙ্গে বিস্তারিত তথ্য দিয়ে হিমন্ত বলেন, ‛এখনও পর্যন্ত ৭০০ মাদ্রাসাকে সাধারণ স্কুলে রূপান্তরিত করা হয়েছে। বাকিগুলিকেও আগামীদিনে করা হবে’।
এছাড়াও, CAA নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন হিমন্ত। তিনি জানান যে পৃথিবীর যে কোনও প্রান্তে যদি কোনও হিন্দু আক্রান্ত হয়, তবে তাঁর অধিকার রয়েছে ভারতে আসার। কারণে ভারত থেকেই হিন্দু ধর্ম সারা বিশ্বে ছড়িয়ে গিয়েছে। তাই হিন্দুর সহজাত অধিকার রয়েছে ভারতে আসার।