নকল পরিচয় দিয়ে ভারতীয় আধার কার্ড ও পাসপোর্ট বানানো এবং বেআইনিভাবে ভারতে থাকার অভিযোগে এক বাংলাদেশি মুসলিম মহিলাকে গ্রেপ্তার করলো উত্তর প্রদেশ পুলিশ। ওই মহিলা দেড় বছর আগে পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিলেন।
জানা গিয়েছে, ওই বাংলাদেশি মহিলার নাম ফারজানা খাতুন(২৬)। তাঁর সঙ্গে ফেসবুকে প্রেম গড়ে ওঠে উত্তর প্রদেশের মউ জেলার কোপাগঞ্জের যুবক গুলশন রাজভর নামে এক যুবকের। পরে দুজনে বিয়ের সিদ্ধান্ত নেন। পরে ওই তরুণী অবৈধভাবে সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে। তারপর ট্রেন ধরে কলকাতা পৌঁছে যায়। কলকাতা থেকে গুলশন ওই তরুণীকে উত্তর প্রদেশে নিয়ে যায়। সেখানে দুজনে বিয়ে করে।
পরে গুলশন ওই বাংলাদেশি তরুণীকে সোনা রাজভর নামে নিজের স্ত্রী-র পরিচয় দিয়ে আধার কার্ড বানিয়ে নেয়। পরে সেই আধার কার্ড দেখিয়ে স্থানীয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শাখায় ব্যাংক একাউন্ট খোলে। পরে ভারতীয় পাসপোর্ট তৈরি করে।
কিছুদিন আগেই গোপন সূত্র মারফৎ ওই বাংলাদেশি তরুণীর খবর পায় পুলিশ। তারপর থেকেই ওই তরুণীর ওপর নজর রাখছিল পুলিশ। এর মধ্যেই পুলিশ সূত্র মারফৎ খবর পায় যে ওই তরুণী ও তাঁর স্বামী এলাকা ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছিল। তারপরই তাদের গ্রেপ্তার করা হয়। ধৃত বাংলাদেশি মহিলার কাছ থেকে আধার কার্ড, একটি ভারতীয় পাসপোর্ট ও একটি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করেছে পুলিশ।