বিভিন্ন সময়ে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করা ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত। ত্রিপুরার সহকারী বাংলাদেশি হাই কমিশনারের উদ্যোগে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়া সীমান্ত চেকপোস্ট দিয়ে তারা বাংলাদেশে প্রবেশে করেছেন। সেই সময় তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন সীমান্তের ওই পারে।
যে ছয় জন মুসলিম অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে, তাঁরা হলেন বগুড়ার দুপচাচিয়া উপজেলার জিয়ারুল ইসলাম, কিশোরগঞ্জ সদরের হানিফা আক্তার, ময়মনসিংহের ফুলবাড়িয়ার আলপনা খাতুন, ঢাকার কেরানীগঞ্জের রীনা আক্তার, জামালপুরের মানিক মিয়া এবং মৌলভীবাজারের কুলাউড়ার মো. শাহাজান মিয়া।
বাংলাদেশের হাই কমিশনারের তরফে জানানো হয়েছে, ওই ৬ জন বাংলাদেশিরা সকলেই মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাঁরা ভুল করে ভারতে ঢুকে পড়েছিলেন। তারপর পরে পুলিশের হাতে গ্রেপ্তার হয়। পরে তাদের চিকিৎসা হয় দীর্ঘদিন ধরে। পরে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী, আখাউড়া সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।