গত ১৬ই নভেম্বর রাতে উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার অন্তর্গত পূর্ব পলতা গ্রামে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা অন্ধকারের সুযোগ নিয়ে রাস মেলার জন্য নির্মিত প্রতিমা ভাঙচুর করেছিল। স্থানীয় হিন্দুরা সেই ঘটনায় নিজেদের ক্ষোভ ব্যক্ত করেছিল। এবার সেই গ্রাম পরিদর্শনে গেলেন হিন্দু সংহতির একটি প্রতিনিধি দল।
জানা গিয়েছে, হিন্দু সংহতির প্রতিনিধি দলটি হিন্দু গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। রাস মেলা ও অনুষ্ঠানের সমূহ আয়োজন খতিয়ে দেখেন। পরে সংগঠনের তরফে জানানো হয় যে গ্রামটিতে হিন্দুরা সংখ্যালঘু। দীর্ঘদিন ধরেই গ্রামে রাস মেলা হয়ে এলেও এমন ঘৃণ্য ঘটনা কখনও ঘটেনি। তবে প্রশাসনের ভূমিকায় গ্রামের হিন্দু বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। তবে ঘটনায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত কেউ গ্ৰেপ্তার হয়নি বলেই খবর।
আজ সংগঠনটির তরফে পাঠানো প্রতিনিধি দলে বেশ কয়েকজন শীর্ষ স্থানীয় নেতৃত্ব ছিলেন। ছিলেন সংগঠনের তিন কেন্দ্রীয় সম্পাদক শ্রী সুন্দর গোপাল দাস, শ্রী মুকুন্দ কোলে এবং শ্রী সাগর হালদার। তাঁরা গ্রামের হিন্দু বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং যাদের পাশে থাকার আশ্বাস দেন বলে জানা গিয়েছে।