সীমান্তের কাঁটাতার পেরিয়ে গরু পাচার করছিল তিন ব্যক্তি। বিএসএফ জওয়ানরা বাধা দিলে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় পাচারকারীরা। আত্মরক্ষায় পাল্টা গুলি চালালে মৃত্যু হয় ৩ গরু পাচারকারীর। আজ শুক্রবার, ১২ই নভেম্বর সকালে ঘটনাটি ঘটে কোচবিহার জেলার সিতাই এলাকার সাতভাণ্ডারী সীমান্তের।
জানা গিয়েছে, আজ ভোরে সীমান্তে টহল দিচ্ছিলেন বিএসএফ জওয়ানরা। সেই সময় জওয়ানদের নজরে পড়ে যে তিন ব্যক্তি কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে গরু পাচার করছে। বিএসএফ জওয়ানরা তৎক্ষণাৎ তাদের বাধা দেন এবং আটক করার চেষ্টা করেন। সে সময় ওই পাচারকারীরা বিএসএফ জওয়ানদের ওপরে হামলা চালায়। তখন আত্মরক্ষায় গুলি চালান বিএসএফ জওয়ানরা। তাতে মৃত্যু হয় ৩ গরু পাচারকারীর।
জানা গিয়েছে, মৃত ৩ পাচারকারীর মধ্যে ২ জন বাংলাদেশি নাগরিক এবং ১ জন ভারতীয় নাগরিক। বিএসএফের তরফে ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গিয়েছে বলে খবর।