এক বাংলাদেশি জিহাদিকে গ্রেপ্তার করলো NIA-এর গোয়েন্দারা। গতকাল ২রা নভেম্বর, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে সুভাষগ্রাম থেকে ওই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। ধৃতের কাছ থেকে জাল ভারতীয় আধার কার্ড ও ভোটার কার্ডও পাওয়া গিয়েছে বলে খবর।
জানা গিয়েছে, ধৃত ওই বাংলাদেশি জিহাদির নাম আবদুল মান্নান। সে জিহাদি গোষ্ঠী জামাত-উল-মুজাহিদিন-বাংলাদেশে(JMB)-র সক্রিয় সদস্য। বহু দিন আগে সে ভারতে ঢোকে। তারপর জাল আধার কার্ড ও ভোটার কার্ড বানিয়ে কলকাতায় ঘাঁটি গাড়ে। আর তার আড়ালেই জিহাদি কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল সে।
বেশ কয়েকমাস আগেই হরিদেবপুরে গ্রেপ্তার হওয়া জেএমবি জিহাদিদের জেরা করে আবদুলের খোঁজ পান NIA-এর গোয়েন্দারা। তারপরই গতরাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে। তবে গোয়েন্দাদের আশঙ্কা, আরও বাংলাদেশি জঙ্গি রাজ্যের বিভিন্নি প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে। কিংবা এ রাজ্যকে করিডোর করে ভারতের অন্য রাজ্যে ঘাঁটি গাড়ছে বাংলাদেশের জঙ্গিরা।