বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপরে মৌলবাদীদের নির্যাতন নিয়ে আন্তর্জাতিক মঞ্চ নীরব। ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একটি শব্দও খরচ করেননি। এমন পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতৃত্বর সঙ্গে বৈঠক হলো ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধির সঙ্গে।
সূত্রের খবর, এই বৈঠক প্রায় দেড় ঘন্টা চলে। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব শ্রী গোবিন্দ চন্দ্র প্রামাণিক এবং অন্যান্য শীর্ষ নেতৃত্ব। বৈঠকে বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের সমস্যা ও অধিকারের বিষয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে।
এ বিষয়ে জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব শ্রী গোবিন্দ চন্দ্র প্রামাণিক হিন্দু ভয়েসকে বলেন যে, আমরা হিন্দুদের সমস্যার সমাধান চাই। আর সেই সমস্যার সমাধানে আমরা আন্তর্জাতিক মঞ্চের হস্তক্ষেপ চাই। জাতীয় সংসদে হিন্দু সংখ্যালঘুদের জন্য আসন সংরক্ষণ করা, সংখ্যালঘু মন্ত্রকের গঠন করা এবং আলাদা নির্বাচন ক্ষেত্রের দাবি জানিয়েছি। এসব করা গেলেই বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের সমস্যার সমাধান ও নিরাপত্তা সুনিশ্চিত করা হবে বলে মনে করি।
বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা ও অধিকার আজ ভূলুণ্ঠিত। ইসলামিক মৌলবাদীদের অত্যাচারে হিন্দু সংখ্যালঘুদের আজ কার্যত কোণঠাসা অবস্থা। মুখে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বললেও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীর মন্তব্য স্পষ্ট করেছে যে বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুরা কি পরিস্থিতিতে দিন কাটাচ্ছে। ঠিক এমন পরিস্থিতিতে বিশ্বের একাধিক দেশকে এগিয়ে আসতে হবে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের অধিকার সুনিশ্চিত করতে। ঠিক এমন পরিস্থিতিতে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধির সঙ্গে বাংলাদেশ হিন্দু মহাজোটের নেতৃত্বের বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।