দলের হিন্দু নেতাকে ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী হিসেবে না দাঁড়াতে দেওয়ার ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের এক মুসলিম সাংসদ। শুধু তাই নয়, ফোন করে হিন্দু নেতাকে ধর্ম তুলে গালাগালিও দিলেন ওই সাংসদ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংখ্যালঘু হিন্দু ভোটাররা অভিযুক্ত আওয়ামী লীগের সাংসদ আয়েন উদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
জানা গিয়েছে, আওয়ামী লীগের টিকিটে রাজশাহী-৩ আসন থেকে সাংসদ হিসেবে রয়েছেন আয়েন উদ্দিন। আগামী ২৮শে নভেম্বর রাজশাহীর ইউপি পদে নির্বাচন। সেই পদে প্রার্থী হিসেবে দলের পক্ষ থেকে মনোনীত করা হয়েছে সুরঞ্জিত সরকারকে। কিন্তু তাতেই তীব্র আপত্তি সাংসদ আয়েন উদ্দিনের।
খবর অনুযায়ী, আয়েন উদ্দিন ফোন করে সুরঞ্জিত সরকারকে নানাভাবে হুমকি দিচ্ছেন, যাতে তিনি তাঁর মনোনয়ন তুলে নেন। কিন্তু তাতে রাজি না হওয়ায় সুরঞ্জিত সরকারকে ফোন করে গালাগালি দেওয়ার পাশপাশি ধর্ম তুলে অপমানজনক মন্তব্য করেন আয়েন উদ্দিন।
পরে সাংবাদিক সন্মেলন করে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সরকার সেই কথোপকথন-এর রেকর্ডিং শোনান। আর তারপরেই সারা দেশ জুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই আওয়ামী লীগ সাংসদ আয়েন উদ্দিনের সাংসদ পদ বাতিল করার দাবি তুলেছেন।
অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন। আওয়ামী লীগ নিজেদের অসাম্প্রদায়িক দাবি করলেও হিন্দু নেতাকে অপমান করার পরেও আয়েন উদ্দিনের বিরুদ্ধে শেখ হাসিনা কেন ব্যবস্থা নিচ্ছেন না, সেই প্রশ্ন তুলেছেন তাঁরা।