ফের বাংলাদেশে আক্রান্ত হলো ধর্মীয় সংখ্যালঘুরা। এবার মৌলবাদীদের টার্গেটে পরিণত হলো সংখ্যালঘু বৌদ্ধ ধর্মের মানুষজন। মৌলবাদীদের ধারালো অস্ত্রের কোপে তিন জন বৌদ্ধ ধর্মালম্বী ব্যক্তি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল ২৪শে অক্টোবর, রবিবার ঘটনাটি ঘটে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার অন্তর্গত কাটাখালীর অরণ্য বৌদ্ধ বিহারে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল বিকেলে অরণ্য বৌদ্ধ বিহারে আচমকা হামলা চালায় কয়েকজন মৌলবাদী। তাঁরা বৌদ্ধ বিহারে থাকা কয়েকজন ভক্তের উপরে ঝাঁপিয়ে পড়ে। ধারালো অস্ত্র দিয়ে কোপায় কয়েকজনকে। তারপর বৌদ্ধ বিহারের মধ্যে আগুন লাগানোর চেষ্টা করে। তারপরই পালিয়ে যায় মৌলবাদীরা।
তবে স্থানীয় মানুষজন দৌড়ে এসে আগুন নেভায়। ধারালো অস্ত্রের কোপে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তাঁরা। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌলবাদীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বারবার বললেও বাংলাদেশের গ্রামগঞ্জের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা যে নেই, তার প্রমাণ দিচ্ছে এই ঘটনা। পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সত্বেও যে মৌলবাদীদের দমন করতে ব্যর্থ হাসিনা সরকার, এই ঘটনা সেই দিকে ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে।