রংপুরের পীরগঞ্জের জেলেপাড়ায় হিন্দু সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ও আগুন দেওয়ার ঘটনার তদন্তে নেমে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো র্যাব। র্যাব কর্তাদের দাবি, গ্রেপ্তার হওয়া সৈকত মন্ডল হিন্দুদের বাড়িঘরে হামলার প্রধান হোতা। সে-ই লোকজন জড়ো করে উস্কানি দেয় এবং হামলার পরিকল্পনা করে।
র্যাব-এর তরফে জানানো হয়েছে যে সৈকত মন্ডল রংপুর কারমাইকেল কলেজের ছাত্র। সে রামনাথপুর ইউনিয়নের চেরাগপুর গ্রামের রাশেদুল মন্ডলের পুত্র। পুলিশ জানায় যে সে মসজিদের মাইকে ঘোষণা করে লোক জড়ো করে। ঘটনার সময় সে নিজে উপস্থিত থেকে হিন্দু সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা চালানো ও আগুন দেওয়ার নির্দেশ দেয়। পরে সে ঢাকায় পালিয়ে যায়। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
এর পাশাপাশি পুলিশের তরফে এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশ। তাঁরা জানিয়েছেন যে সৈকত মন্ডল আদতে আওয়ামী লীগের সক্রিয় নেতা। সে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সঙ্গে যুক্ত। সে কারমাইকেল কলেজের ছাত্র লীগের ইউনিটের সহ সভাপতি।
তবে হামলার ঘটনার পর গত সোমবার তাকে বহিষ্কার করা হয়। এই বিষয়ে কারমাইকেল কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুজ্জামান সিজার জানান, সৈকতকে গত ১৮ অক্টোবর ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।