বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে হিন্দুত্ববাদীদের আওয়াজ দাবিয়ে দেওয়ার ঘটনা চলছে বহুদিন ধরে। এবার সেই তালিকায় নতুন নাম যুক্ত হলো ইউটিউব। বিগত বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে যে, হিন্দুত্ব কিংবা ডানপন্থী মতবাদের পক্ষে কথা বললেই চ্যানেল বন্ধ করে দিচ্ছে ইউটিউব। কিছুদিন আগেই জাতীয়তাবাদী চ্যানেল ‛সব লোকতন্ত্র’-কে পুরোপুরি ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবার আর একটি চ্যানেল ইউটিউবের রোষের শিকার হলো।
জনপ্রিয় চ্যানেল ‛সত্য সনাতন’ বন্ধ করে দিলো ইউটিউব। ইউটিউব হেট স্পিচ-এর দোহাই দিয়ে চ্যানেলটি বন্ধ করে দেয়।
বিগত বেশ কিছুদিন ধরে বাংলাদেশের বিভিন্ন জেলায় যেভাবে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপরে লাগাতার অত্যাচার, ধর্মস্থানের উপরে হামলা, মূর্তি ভাঙচুর করার ঘটনা ঘটে চলেছে, তা নিয়ে একটি ভিডিও বানান অঙ্কুর। ওই ভিডিওতে নোয়াখালীর ইসকন মন্দিরে হামলা, সাধু হত্যা ইত্যাদি তুলে ধরেছিলেন।
এর পাশাপাশি ভিডিওতে ইসলামিক মৌলবাদীদের আচরণ ও বাংলাদেশের মাটিতে হিন্দু সংখ্যালঘুদের ওপরে লাগাতার অত্যাচার নিয়ে বিশ্লেষণ করেছিলেন তিনি। কিন্তু সেই ভিডিওতে ঘৃণা ছড়ানো হয়েছে- এই অভিযোগ তুলে ভিডিও ডিলিট করার পাশাপাশি ‛সত্য সনাতন’ নামক চ্যানেলটি বন্ধ করে দিলো ইউটিউব।
উল্লেখ্য, সত্য সনাতন নামক ইউটিউব চ্যানেলটি চালান অঙ্কুর আর্য নামে এক ব্যক্তি। হিন্দুত্ববাদী এই চ্যানেলটি যথেষ্ট জনপ্রিয়। কিন্তু হিন্দুদের পক্ষে কথা বলায় বারবার বাধার মুখে পড়তে হয়েছে চ্যানেলটিকে। এর আগেও কিছুদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল ওই চ্যানেলটি।