কুণ্ডলী সীমান্তে তথাকথিত কৃষকদের বিক্ষোভ স্থলে এক যুবককে নৃশংসভাবে হত্যার ঘটনায় চমকে উঠেছে সারা দেশ। কৃষকদের ভিড়ে সামিল উগ্রপন্থীরা ওই যুবককে নৃশংসভাবে হত্যা করার পাশাপাশি সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়।
জানা গিয়েছে, ওই যুবকের লাশ আজ সকালে সংযুক্ত কিষান মোর্চার মঞ্চের পাশে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। তাঁর একটি হাত কাটা ছিল। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। পরে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে FIR দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
তবে ওই যুবককে নৃশংসভাবে হত্যার ঘটনার বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই ভিডিওতে তরোয়াল হাতে নিহাঙ সর্দারদের দেখা যাচ্ছে। এও দেখা গিয়েছে যে ওই যুবককে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে। উত্তেজিতভাবে ওই নিহাঙ শিখরা স্লোগানও দিচ্ছেন।
সেই ভিডিও দেখার পর অনেকেই বলছেন যে এই হত্যার পিছনে খালিস্তানী উগ্রপন্থীদের হাত রয়েছে। এর আগে এই খালিস্তানীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে এরা তথাকথিত কৃষক বিক্ষোভের নামে দেশে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। তবে পুলিশ ওই যুবকের হত্যার ঘটনায় তদন্ত করছে।
তবে তথাকথিত কৃষকদের বিক্ষোভ স্থলে এমন অপরাধের ঘটনা প্রথম নয়। এর আগেও কৃষক বিক্ষোভ স্থলে ধর্ষণের মতো ঘটনা ঘটেছে। তবে বরাবরই তথাকথিত কৃষক নেতারা মুখে কুলুপ এঁটেছেন।
Image credits: DOpolitics