অসমীয়া হিন্দুদের তীব্র আপত্তি ও বাধার মুখে বাঙ্গালী হিন্দুদের আয়োজিত দুর্গা পূজা বন্ধ হয়ে গেল আসামের গোলাঘাটে। এই ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ স্থানীয় বাঙ্গালী হিন্দুরা।
জানা গিয়েছে, গোলাঘাট জেলার বগরিজান থানার অন্তর্গত ফলংগনি করতিপার চারিয়ালি এলাকায় দুর্গা পূজার আয়োজন করেছিলেন স্থানীয় বাঙ্গালী হিন্দুরা। কিন্তু দুর্গা পূজা না করতে প্রথম থেকেই হুমকি দেওয়া হচ্ছিল বাঙ্গালীদের। কিন্তু সেসব পাত্তা না দিয়েই মণ্ডপ নির্মাণ, প্যান্ডেল নির্মাণ এবং দুর্গা প্রতিমা নিয়ে আসা হয়েছিল।
কিন্তু বাদ সাধলো অসমীয়া হিন্দুদের বাধা। শ্রীমন্ত শঙ্করদেব সংঘ নামে একটি সংগঠন বগরিজান থানায় পূজা বন্ধ করার দাবি জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগে বলা হয় যে ওই এলাকায় দুর্গা পূজা হলে তাদের ধর্মীয় অনুভূতি আঘাত পাবে। এমনকি ধর্মীয় সংঘাত হতে পারে। আর সেই অভিযোগ পেয়েই দুর্গা পূজা বন্ধ করে দেয় পুলিশ।
আর এতেই ব্যাপক ক্ষুব্ধ বাঙ্গালী হিন্দুরা। তাঁরা সংবাদমাধ্যমে নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন। যেভাবে তাদের ধর্মীয় স্বাধীনতা ক্ষুন্ন করা হয়েছে, তাতে পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।