বিগত কয়েক দিনে জম্মু-কাশ্মীরে বেছে বেছে যেভাবে হিন্দু ও শিখদের হত্যা করছে সন্ত্রাসবাদীরা, তাতে চিন্তিত গোটা দেশ। নতুন করে সন্ত্রাসবাদীদের সক্রিয়তায় চিন্তা বেড়েছে পুলিশের। নতুন করে জম্মু-কাশ্মীরে আতঙ্ক ছড়িয়ে হিন্দু শূন্য করার টার্গেটে যে আমিন হত্যা চলছে, তা একপ্রকার স্পষ্ট। এমন পরিস্থিতিতে জম্মু-কাশ্মীরে বড়সড় অভিযান চালালো NIA ও পুলিশ।
আর কাশ্মীরের ১৬টি জায়গায় অভিযান চালায় NIA। প্রচুর লোকজনকেও আটক করে লাগাতার জেরা চালিয়ে যাচ্ছে NIA। খবর অনুযায়ী, শ্রীনগর, অনন্তনাগ, বারামুলা ও সোপোরে তল্লাশি চালায় NIA-এর দল। সন্ত্রাসবাদীদের মদত দেওয়া একাধিক ব্যক্তিকে আটক করারও খবর পাওয়া গিয়েছে।
শুধু তাই নয়, জম্মু-কাশ্মীরের একাধিক জেলা থেকে মোট ৫৭০ জনকে আটক করা হয়েছে। আটক করা ব্যক্তিদের বিরুদ্ধে দেশবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে। এছাড়াও, এদের মধ্যে সেনা ও পুলিশের ওপরে পাথর ছোঁড়ার অভিযোগ থাকা ৭০ জন যুবকও রয়েছে।নতুন করে জম্মু-কাশ্মীরে আতংক ও সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়া রুখতেই এমন পদক্ষেপ বলে মনে করছেন অনেকে।
উল্লেখ্য, জম্মু-কাশ্মীরে গত ৫ দিনে ৭ জনকে হত্যা করেছে সন্ত্রাসবাদীরা। বিশেষ করে হিন্দু ও শিখ সংখ্যালঘুদের বেছে বেছে হত্যা করা হচ্ছে। আর সেই ঘটনায় রাজ্যের হিন্দু ও শিখ সংখ্যালঘুদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।