হিমন্ত বিশ্বশর্মা মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকেই আসাম জুড়ে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে প্রশাসনের উচ্ছেদ অভিযান অব্যাহত। সেই রেশ ধরেই এবার বড়সড় উচ্ছেদ অভিযান চালানো হলো পাথারকান্দিতে।
গতকাল ৭ই সেপ্টেম্বর, মঙ্গলবার বন দপ্তরের কর্মী ও প্রশাসনের লোকজনেরা হানা দেন অবৈধ বস্তি গুলিতে। বন দপ্তরের জমিতে গড়ে তোলা ফিসারি কেটে দেওয়া হয়। কয়েক হেক্টর জমিতে থাকা সুপারির বাগান কেটে দেওয়া হয়। কয়েকশো ঝুপড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। মোট ৯ হেক্টর জমি দখল মুক্ত করা হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
এই অভিযান বিষয়ে পাথারকান্দি ফরেস্ট রেঞ্জের অফিসার দেবজ্যোতি নাথ জানান, “স্থানীয় রেঞ্জের পাথারিয়া সংরক্ষিত বনাঞ্চলের লক্ষীপুর বিটের কুমাউড়া, কেউটিছড়া প্রমুখ স্থানে অভিযান চালিয়ে প্রায় তিন হেক্টর ভূমিতে থাকা দুটি ফিসারির বাঁধ কেটে জল বের করে দেবার পাশাপাশি ৬ হেক্টর জমির ওপরে থাকা সুপারি বাগান কেটে দেওয়া হয়।
তিনি আরও বলেন যে আগামীদিনে এই অভিযান অব্যাহত থাকবে। বন দপ্তরের জমি দখল করে বস্তি, ফিসারি বানানোর ফলে ধ্বংস হচ্ছে বনাঞ্চলের। আর তার প্রভাব পড়ছে পরিবেশের উপরে। তাই এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।