ভারতীয় নোটে গান্ধীজির বদলে নেতাজী সুভাষ চন্দ্র বসুর ছবি ছাপার নির্দেশ দেওয়া সম্ভব নয়। কারণ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয় গান্ধীজির ছবি ছাপার সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ নিশ্চয়ই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছে। আজ জনস্বার্থ মামলা খারিজ করে এই মন্তব্য করলো মাদ্রাজ হাইকোর্ট।
ভারতীয় নোটে গান্ধীজির ছবির বদলে নেতাজী সুভাষ চন্দ্র বসুর ছবি ছাপানোর দাবি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেন এক ব্যক্তি। দায়ের করা জনস্বার্থ মামলায় ওই ব্যক্তি দাবি করেছিলেন যে দেশের স্বাধীনতা সংগ্রামে নেতাজী সুভাষ চন্দ্র বসুর উল্লেখযোগ্য অবদান রয়েছে। তাই তাকে সম্মান জানাতে নোটে নেতাজীর ছবি ছাপা হোক। আর এই মর্মে নির্দেশ দিক আদালত।
সেই জনস্বার্থ মামলার শুনানিতে বিচারপতি এন কিরুবাকরণ এবং বিচারপতি দুরাইস্বামী নেতাজীর ছবি ছাপানোর নির্দেশ দিতে অস্বীকার করেন। সেই সঙ্গে জনস্বার্থ মামলা খারিজ করে বিচারপতির বেঞ্চ বলেন যে দেশের বিভিন্ন প্রান্তে অনেক স্বাধীনতা সংগ্রামী রয়েছেন। দেশের স্বাধীনতা সংগ্রামে তাদের উল্লেখযোগ্য অবদান রয়েছে। ফলে একে একে সবাই যদি আবেদন জানায়, তবে সবার ছবি ছাপানো সম্ভব নয়। তাই এসব বিবেচনা করে দেখলে গান্ধীজির ছবি ছাপানোর নির্দেশের মধ্যে কোনও ভুল দেখছি না।
উল্লেখ্য, নেতাজীর ছবি ছাপার দাবি নিয়ে আবেদন এই প্রথম নয়। এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে বিশেষ কমিটি এই বিষয়ে বিচার বিবেচনা করার জন্য গঠিত হয়। কিন্তু সেই কমিটি নেতাজীর ছবি ছাপার ক্ষেত্রে অসম্মতি জানায়। আর সেই কমিটির সিদ্ধান্তকে মেনেও নেয় কেন্দ্র সরকার।
Image credits: DOpolitics