পাকিস্তানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর ইসলামিক মৌলবাদীদের অত্যাচার অব্যাহত। এবারে ইসলামিক মৌলবাদীদের অত্যাচার নেমে এলো সিন্ধু প্রদেশের হিন্দুদের ওপর। তাদের অপরাধ, শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী পালন করছিলেন তাঁরা।
জানা গিয়েছে, সিন্ধু প্রদেশের সংঘর এলাকার খিপ্রো গ্রামের মন্দিরে গতকাল শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে পূজার আয়োজন করা হয়েছিল। সেই পূজায় যোগদান করতে আশেপাশের গ্রামের হিন্দুরা জড়ো হয়েছিলেন মন্দিরে। কিন্তু তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে ইসলামিক মৌলবাদীরা।
অভিযোগ, একদল মৌলবাদী হামলা চালায় মন্দিরে। উপস্থিত হিন্দুদের মারধর করে তাড়িয়ে দেওয়া হয়। ভাঙচুর চালানো হয় মন্দিরে। ভেঙে ফেলে দেওয়া হয় মূর্তি।
পাকিস্তানের মানবাধিকার কর্মী রাহাত অস্টিন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মন্দির ভাঙচুর করার ছবি ও ভিডিও পোস্ট করেছেন।
ইতিমধ্যেই ঘটনা জেনে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। তাঁরা ঘটনার নিন্দা জানিয়ে পাকিস্তানের সরকারকে নিশানা করেছেন। তাদের কথায়, ভারতের মুসলিমদের নিয়ে জ্ঞান দেওয়া পাকিস্তানে হিন্দু সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করতে ব্যর্থ পাকিস্তান।