মহরমের মিছিলে অংশ নেওয়া যুবকদের দেওয়া ‛পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মধ্য প্রদেশের উজ্জয়ন-এ। ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর তা নজরে আসে পুলিশের। পরে তদন্তে নেমে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৪A, ১৫৩B ও ১৮৮ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।
জানা গিয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ উজ্জয়নী শহরে মহরমের একটি মিছিল বের হয়। মিছিলের অনুমতি নেওয়া থাকলে বিশাল সংখ্যক মানুষ যোগ দেয় মিছিলে। তখন কোভিড বিধিনিষেধ অমান্য করার অভিযোগে গীতা কলোনীর মোড়ের কাছে মহরমের মিছিল আটকায় পুলিশ। তখনই বিপত্তি ঘটে।
মিছিল আটকানোয় ক্ষিপ্ত হয়ে ওঠে বেশ কয়েকজন যুবক। তাঁরা ঘনঘন ‛পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিতে থাকেন পুলিশের সামনেই। তখন পরিস্থিতি অশান্ত হতে পারে আঁচ করেই ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশবাহিনী। ছুটে আসেন পুলিশ সুপারও। তাতেও দমেননি তাঁরা। পুলিশের সামনেই লাগাতার চলতে থাকে ‛পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান।
পরে স্বতঃপ্রণোদিত হয়ে একটি মামলা রুজু করে পুলিশ। ভিডিও ক্লিপের সূত্র ধরে এখনও পর্যন্ত ৬ জন মুসলিম যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও কয়েকজনকে খুঁজছে পুলিশের বিশেষ টিম।
পুলিশ সুপার সত্যেন্দ্র কুমার শুক্লা বলেন, ‛ভিডিও ক্লিপ দেখে মোট ১০ জনকে চিহ্নিত করা হয়েছে। ৪ জনকে গ্রেপ্তার এবং বাকি ২ জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। বাকিরা পলাতক। তাদেরকে ধরতে বিশেষ টিম তল্লাশি চালাচ্ছে।