অবৈধভাবে সীমান্ত টপকে ভারতে অনুপ্রবেশ করার দায়ে ৬ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করলো বিএসএফ। গত বুধবার রাতে তাদের কোচবিহার জেলার মেখলিগঞ্জের ভোটবাড়ি সীমান্ত থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা গিয়েছে, তাঁরা রাতের অন্ধকারেসীমান্ত পেরিয়ে ভারতে ঢোকে। তারপর একটি ম্যাক্সি ক্যাব গাড়ি ভাড়া করে ভিতরে এলাকায় যাচ্ছিল। সেই সময় বিএসএফের নজরে পড়ে যায় তাঁরা। তাদের গ্ৰেপ্তার করার পাশাপাশি ওই ভাড়ার গাড়ির চালক ও হেল্পারকেও গ্ৰেপ্তার করা হয়েছে।
ধৃত বাংলাদেশিরা হল বাদল (৩৫), আমির খান (২৪), মনির শেখ (৩৬), মিজারুল ওয়াহিদ (৩৬), আরিফ (৩২), ওয়াসিম ওয়াহিদ (৪০)। এছাড়া ধৃতদের মধ্যে ম্যাক্সিক্যাব চালক কমল রায় (২৮) ও চন্দন রায় (২৪) রয়েছে। ধৃত বাংলাদেশিদের কাছ থেকে মােবাইল ফোন ও নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
জেরায় তারা জানিয়েছে, তারা জড়িটির ব্যবসার সঙ্গে যুক্ত। সেই কাজেই এদেশে এসেছিল। তবে তাদের বক্তব্যের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। বিএসএফের সন্দেহ, খােলা সীমান্ত দিয়ে অন্ধকারে ওই বাংলাদেশিরা ভারতে ঢােকে।
এর আগেও এভাবে ভারতে ঢুকতে গিয়ে একাধিক বাংলাদেশের বাসিন্দাকে গ্রেপ্তার করেছিল বিএসএফ। এক্ষেত্রে সীমান্তবর্তী ভারতীয় গ্রামগুলির বাসিন্দারা এই অনুপ্রবেশে মদত দিচ্ছে বলে অভিযােগ। বিএসএফের জলপাইগুড়ি সেক্টরের তরফে জানানাে হয়েছে, সীমান্তে সর্বদা কড়া নজরদারি রয়েছে।