খুলনা জেলার রূপসা উপজেলার শিয়ালি গ্রামে মৌলবাদী হামলার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়লেন নোয়াখালীর হিন্দুরা। সেই সঙ্গে সে দেশের হিন্দু সংখ্যালঘুদের সম্মান ও সুরক্ষা নিশ্চিত করার দাবি জানালেন তাঁরা।
গতকাল ১১ই আগস্ট, বুধবার নোয়াখালীর মাইজদী টাউন হল মোড়ে বিরাট বিক্ষোভ সমাবেশে মিলিত হন হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। এই বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সমেত বেশ কয়েকটি সংগঠন।

গতকাল মাইজদী এলাকার টাউন হল মোড় থেকে শুরু হয় প্রতিবাদ মিছিলটি। মিছিল শেষে একটি ছোট সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা গোপালগঞ্জ এবং খুলনায় হিন্দুদের ওপরে ইসলামিক মৌলবাদীদের হামলার তীব্র নিন্দা জানান। এর পাশাপাশি দেশের হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে ‛সংখ্যালঘু সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি জানানো হয়।