গরু পাচারে বাধা দেওয়ায় বিএসএফ জওয়ানদের ওপর হামলা চালায় একদল গরু পাচারকারী। নিজেদের আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় বিএসএফ। আর তাতে আহত হয় এক পাচারকারী। ঘটনা কোচবিহার জেলার মেখলিগঞ্জ সীমান্তের।
জানা গিয়েছে, শুক্রবার রাতে মেখলিগঞ্জ সীমান্তের ৯৮ নিজতরফ ফকিরডাঙ্গা এলাকায় টহল দিচ্ছিলেন বিএসএফ জওয়ানরা। সেই সময় তাঁরা লক্ষ্য করেন যে একদল পাচারকারী বাংলাদেশে গরু পাচারের চেষ্টা করছে। তখন বিএসএফ জওয়ানরা বাধা দেন। কিন্তু তাতে ক্ষিপ্ত হয়ে ওঠে পাচারকারীরা। তাঁরা দল বেঁধে বিএসএফ জওয়ানদের দিকে তেড়ে আসে। তখন পাচারকারীদের লক্ষ্য করে পাল্টা গুলি ছোঁড়েন বিএসএফ জওয়ানরা। বিএসএফের ছোঁড়া রাবার বুলেট লেগে আহত হয় এক পাচারকারী। তাকে ফেলে পালায় বাকিরা।
প্রসঙ্গত, কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের বাংলাদেশ সীমান্ত দিয়ে পাচারের ঘটনা নতুন নয়। প্রায় সারা বছর গরু, ধান, ভুট্টা ও মশলার পাচার চলতে থাকে বলে অভিযোগ স্থানীয়দের। তবে বর্ষার মরশুমে নদীর জল বাড়লে পাচার বেড়ে যায়। এই ব্লকের চ্যাংরাবান্ধা, ভোটবাড়ি, কুচলিবাড়ি, নিজতরফ ইত্যাদি সীমান্ত এলাকা রীতিমতো পাচারকারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। মূলত একাধিক নদী থাকায় পাচার রোধ করা মুশকিল হয়ে দাঁড়িয়েছে।