বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ধর্মস্থানের ওপর ইসলামিক মৌলবাদী মানসিকতার ব্যক্তিদের হামলার ঘটনা অব্যাহত। এবার একটি কালী মন্দিরে হামলা চালিয়ে মন্দিরের প্রতিমা ভেঙে দেওয়ার ঘটনা ঘটলো স্বরূপকাঠিতে। গত ১৪ই জুলাই এই ঘটনা ঘটে।
জানা গিয়েছে, দক্ষিণ চিলতলা গ্রামে একটি বারোয়ারি কালী মন্দির রয়েছে। ঘটনার দিন দুপুরে পাশের গ্রাম বড়ইবাড়ি এলাকার মুসলিম যুবক তইবুর রহমান ওই ।মন্দিরে হামলা চালায়। মন্দিরের ভিতরে থাকা পূজার সমস্ত উপাচার তথা ঘট ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। সে মন্দিরের ভিতরে থাকা তিনটি প্রতিমা ভেঙে ফেলে এবং সেগুলিকে পাশের খালে ফেলে দেয়। খালের জলে স্রোত থাকায় ২ মূর্তি ভেসে যায় এবং একটি মূর্তি আটকে পড়ে।
জানা গিয়েছে, ভাঙা মূর্তি খালের জলে ফেলে দেওয়ার সময় কেউ একজন দেখে ফেলে। পরে ওই ব্যক্তি স্থানীয়দের খবর দেন। খবর পেয়ে নেছারাবাদ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রিয়াজ হোসেন ও ইন্সপেক্টর তদন্ত মো. সোলায়মান ঘটনা স্থলে যান। মন্দির কমিটির সভাপতি বিষ্ণু পদ চক্রবর্তী অভিযোগ দিলে ঘটনার সাথে জড়িত বড়ই বাড়ী গ্রামের আদ্বুস সোবাহানের ছেলে তৈয়বুর রহমানকে পুলিশ গ্রেফতার করে। ইন্সপেক্টর (তদন্ত ) মো. সোলায়মান জানান, খবর পেয়ে দ্রত ঘটনাস্থলে গিয়ে তৈযবুর রহমানকে গ্রেফতার করা হয়। মামলা রজু করা হয়েছে।