সারা দেশেই হিন্দু পুরোহিতদের ওপর হামলার ঘটনা বেড়েই চলেছে। এবার এক পুরোহিতকে খুন করার ঘটনা সামনে এলো উত্তর প্রদেশের বারাবাঁকি থেকে।
জানা গিয়েছে, বারাবাঁকির খামলি গ্রামের মন্দিরে থাকতেন ওই পুরোহিত। আজ সকালে মন্দিরের বারান্দায় ওই পুরোহিতের রক্তাক্ত দেহ পড়ে থাকতে স্থানীয় বাসিন্দারা। তাঁরাই খবর দেন পুলিশকে। পুলিশ এসে ঘটনাস্থল ঘুরে দেখে। তবে কে বা কারা এই কান্ড ঘটিয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে, কোনো ধারালো কিছু দিয়ে ওই পুরোহিতের মাথায় আঘাত করা হয়েছে। আঘাতের ফলে অত্যাধিক রক্তক্ষরণের কারণেই ওই পুরোহিতের মৃত্যু হয়েছে বলে অনুমান তদন্তকারীদের। এছাড়াও, মন্দিরের পাশের জমিতে মদের বোতল ও গ্লাস পাওয়া গিয়েছে। অনুমান করা হচ্ছে যে দুষ্কৃতীরা খুনের আগে বা পরে মদ্যপান করে থাকতে পারে। এই ঘটনায় এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

পুলিশ বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখছে বলেই খবর। পুরোহিত খুনে জড়িতদের গ্রেপ্তার করতে তিনটি আলাদা আলাদা দল গঠন করেছে। পাশাপাশি, ওই মন্দিরে পুরোহিত একাই থাকতেন এবং তাঁর কাছে কারা কারা আসতেন, তা জানার চেষ্টা করছে পুলিশ।