প্রায় তিন দশক নিষেধাজ্ঞা থাকার পর আমেরিকার রাজ্য আলাবামায় যোগা-র ওপর থেকে উঠে গেল নিষেধাজ্ঞা। তবে সংস্কৃত নামের ওপর বহাল থাকছে নিষেধাজ্ঞা।
এর ফলে আমেরিকার এই রাজ্যের স্কুল ছাত্রদের যোগ প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে আর কোনও বাধা থাকলো না। কিছুদিন আগেই আলাবামার এক বিধায়ক এবং যোগ নিয়ে উৎসাহী জেরেমি গ্রে এই নিষেধাজ্ঞা তোলার দাবিতে জোরদার প্রচার শুরু করেন। তার ফলেই তুলে নেওয়া হলো এই নিষেধাজ্ঞা।
১৯৯৩ সালে আলাবামা ‛যোগ’ নিষিদ্ধ করা হয়েছিল। কারণ হিসেবে বলা হয়েছিল যে এটি হিন্দু ধর্মের সঙ্গে জড়িত। মূলত চার্চের প্রভাব ও চাপের কাছে নতিস্বীকার করেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে স্কুলে ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা উঠে গেলেও সংস্কৃত চর্চা এবং যোগ-প্রাণায়মের সংস্কৃত নাম ব্যবহার করার ওপরে নিষেধাজ্ঞা জারি থাকবে।
এছাড়াও, নমস্কার কিংবা নমস্তে শব্দ এবং আচরণ কোনওভাবেই ব্যবহার করা যাবে বলেও জানানো হয়েছে। কারণ নমস্কার কিংবা নমস্তে হিন্দু সংস্কৃতি বলেই মনে করছে আলাবামার সরকার। মূলত খ্রিষ্টান সংস্থা এবং চার্চ লবিদের খুশি রাখতেই এই নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।