ফের শিরোনামে কোচবিহার জেলার বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা শিতলকুচি। এবার গরু পাচারে বাধা দেওয়ায় এক বিএসএফ জওয়ানকে গুলি করলো গরু পাচারকারীরা। আহত ওই জওয়ান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা শিতলকুচি ব্লকের পুটিয়া বারোমাসিয়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোটের ফল ঘোষণার পর থেকেই রাজনৈতিক উত্তেজনা থাকার কারণে লোকজন খুব একটা বাইরে হচ্ছিলেন না। আর লক ডাউনের কারণে সন্ধ্যার পরই শুনশান হয়ে যাচ্ছে এলাকা। আর এই সুযোগকেই কাজে লাগিয়ে বেড়েছে পাচারকারীদের রমরমা। স্থানীয়দের অভিযোগ, শুধু গরু পাচার নয়, চলছে মাদক পাচারও।
জানা গিয়েছে, বুধবার রাতে পুটিয়া- বারোমাসিয়া সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে বাংলাদেশে গরু পাচার চলছিল। সেইসময় সীমান্তে টহল দিচ্ছিলেন বিএসএফের ১০০ নম্বর ব্যাটালিয়নের জওয়ান চন্দ্র ভকত। তিনি গরু পাচার হচ্ছে দেখতে পেয়ে ছুটে যান। বাধা দেন পাচারকারীদের। তখনই ওই বিএসএফ জওয়ানকে লক্ষ্য করে গুলি ছোড়ে গরু পাচারকারীরা। গুলিতে আহত হন ওই জওয়ান। তারপর গরু নিয়ে বাংলাদেশে পালিয়ে যায় তাঁরা।
পরে ওই জওয়ানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া পরে। পরে কোচবিহার শহরে স্থানান্তরিত করা হয় ওই জওয়ানকে। ইতিমধ্যেই বিএসএফের তরফে শিতলকুচি থানায় একটি FIR দায়ের করা হয়েছে।