দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের ৩/২ বেলবাড়ী (বিধানসভা– কুশমন্ডি) অঞ্চলের ঘটনা। নির্বাচন পরবর্তী সন্ত্রাসে বিজেপির বহু কর্মী বিধ্বস্ত, অসহায়। তাদের বাড়ী ভেঙ্গে দেওয়া হয়েছে। তারা পালিয়ে বেড়াচ্ছেন। রুজি রোজগার সম্পূর্ণ বন্ধ। অনাহারে দিন যাপনের পরিস্থিতির মুখে পরিবারগুলি দিশেহারা। কেউ তাদের পাশে দাঁড়াচ্ছে না। খোঁজ নেবারও কেউ নেই।

বিষয়টি জানতে পেরেই তৎপর হয়ে ওঠেন হিন্দু সংহতির সাধারণ সম্পাদক রজত রায়। পরিবারগুলির জন্যে চাল, ডাল, আলু, সোয়াবিন নিয়ে তিনি ওই সন্ত্রাস কবলিত এলাকায় পৌঁছে যান। অনেকগুলি বিধ্বস্ত বাড়ীর বর্তমান চেহারা প্রত্যক্ষ করেন। সন্ত্রাস এখনো বজায় থাকার কারণে অধিকাংশ পরিবারের মানুষরা দিনের আলোয় খাদ্য সামগ্ৰী পর্যন্ত নিতে আসার সাহস পান নি। খবর পাঠান যে রাত্রির অন্ধকারে নির্দিষ্ট জায়গা থেকে চুপি চুপি নিয়ে যাবেন। সেই অনুযায়ী যে পরিবারের সদস্যরা সাহস করে এসেছিলেন তাদের জিম্মায় সব পরিবারের কয়েকদিন চলার মত চাল, ডাল, আলু, সোয়াবিন তুলে দেওয়া হয়। হিন্দু সংহতির সাধারণ সম্পাদক ভবিষ্যতেও পরিবারগুলির পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।