পাকিস্তানের সংখ্যালঘু হিন্দুদের ওপর ইসলামিক মৌলবাদীদের অত্যাচার অব্যাহত। প্রায় রোজই হিন্দু মেয়েদের অপহরণ করে ইসলামে ধর্মান্তরণ করার মতো ঘটনা ঘটে চলেছে। এবার এক হিন্দু তরুণীকে অপহরণ করে ধর্ষণ করার ঘটনা ঘটলো।
জানা গিয়েছে, সিন্ধু প্রদেশের হিন্দু তরুণী পিঙ্কি কোহলিকে অপহরণ করেন এক ব্যক্তি। তারপর ওই তরুণীকে জোর করে ধর্ষণের চেষ্টা করেন। তরুণীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ওই ব্যক্তি বন্দুক বের করে গুলি চালিয়ে পালিয়ে যান ঘটনাস্থল থেকে। পরে ওই তরুণীকে উদ্ধার করে নিয়ে যান বাড়ির লোকেরা। পরে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। এখানে উল্লেখযোগ্য বিষয় হলো এই যে অভিযোগ পাওয়ার পরই সক্রিয় হয় পুলিশ এবং অভিযুক্ত মহম্মদ টাংড়িকে গ্রেপ্তার করে।
প্রসঙ্গত, পাকিস্তানের সিন্ধু প্রদেশে বিশাল সংখক হিন্দুর বসবাস। কিন্তু বিগত বছরগুলোতে ব্যাপকভাবে ওই হিন্দু জনতাকে ইসলামে ধর্মান্তরণ করার চেষ্টা চালাচ্ছে ইসলামিক মৌলবাদীরা। প্রায় রোজই হিন্দু নাবালিকাকে অপহরণ করে ইসলামে ধর্মান্তরণ করা এবং পরে অপহরণকারীর সঙ্গেই তাদের বিয়ে দেওয়ার ঘটনা ঘটছে। ফলে পাকিস্তানের সংখ্যালঘু হিন্দুদের ধর্মীয় স্বাধীনতা প্রশ্নের মুখে। আন্তর্জাতিক মহলের চাপ থাকলেও পাকিস্তানের সংখ্যালঘু হিন্দুদের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় কোনও পদক্ষেপ গ্রহণ করেনি পাকিস্তানের সরকার।