গ্রামে বাড়ি বাড়ি ঘুরে খ্রিস্টান ধর্ম প্রচার করছিলেন তাঁরা। লোককে ‛ঈশ্বরের সত্য বাণী’ বুঝিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্ররোচিত করছিলেন তাঁরা। গ্রামবাসীরা ও কয়েকজন বজরং দল সদস্য বুঝতে পেরে ঘিরে ধরেন তাদের। শেষমেশ তাড়িয়ে দেওয়া হয় গ্রাম থেকে। ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার অন্তর্গত দ্বারিবেড়িয়া গ্রামের।
প্রসঙ্গত উল্লেখ্য, দ্বারিবেড়িয়া গ্রামটি হিন্দু অধ্যুষিত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল দুপুরে গ্রামে কয়েকজন খ্রিস্টান মিশনারি আসেন। তারপর তাঁরা গ্রামের প্রতিটি বাড়ি বাড়ি ঘুরে যীশুর কথা প্রচার করছিলেন। গ্রামের হিন্দুদেরকে ঈশ্বরের সত্য বাণী প্রচার করছিলেন। খ্রিস্টান ধর্ম সত্য ধর্ম, যীশুর নাম নিলে সংসারে সুখ শান্তি আসে ইত্যাদি কথা বলে গ্রামবাসীদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্ররোচিত করতে থাকেন। বাড়িতে বাড়িতে বাইবেল বিতরণ করছিলেন তাঁরা। কেউই এর প্রতিবাদ করতে সাহস না পেলেও, খ্রিস্টান মিশনারীদের এই চালাকি ধরে ফেলেন কয়েকজন গ্রামবাসী।
তাঁরা খবর দেন স্থানীয় কয়েকজন হিন্দুত্ববাদী যুবককে। তাঁরা বজরং দলের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। তাঁরা ও গ্রামবাসীরা ঘিরে ধরেন ওই মিশনারিদের। তাদের গ্রামের একটি স্থানে আটক করা হয়। অনেকেই তাদেরকে মারধর করতে উদ্যত হন। কিন্তু গ্রামের বয়স্করা আটকান তাদের। শেষমেশ ধমকি দিয়ে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয় তাদের।