রমজান মাসেও মুসলিম দেশ সৌদি আরব লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে আর মুসলিম রাষ্ট্র সৌদি আরবের উপরে। গত বৃহস্পতিবার সৌদি আরবের যুদ্ধ বিমান বোমা হামলা চালায় ইয়েমেনের পশ্চিম অঞ্চলের সাক্সদা প্রদেশের মোনাবেহ এলাকায়। এতে কয়েকজন শিশুর মৃত্যুর পাশাপাশি বহু জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
উল্লেখ্য, গত ২০১৫ সাল থেকে চলা ইয়েমেন ও সৌদি আরবের মধ্যে দ্বন্দ্বের কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইয়েমেনের। ইতিমিধ্যেই সৌদি আরবের যুদ্ধ বিমানের হামলায় ১ লক্ষের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আমেরিকার সংস্থা আর্মর্ড কনফ্লিক্ট লোকেশন ও ইভেন্ট প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে সৌদি আরবের হামলায় রেকর্ড সংখ্যক ইয়েমেনি শিশুর মৃত্যু হয়েছে।
এছাড়াও, সৌদি বিমানের বোমা হামলায় ইয়েমেনের ৮০% অসামরিক পরিকাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। এর মধ্যে রয়েছে স্কুল-কলেজ, হাসপাতাল, মার্কেট কমপ্লেক্স, মসজিদ, কল-কারখানা, ওষুধের ফ্যাসিলিটি ইত্যাদি। আর লাগাতার এই হামলায় উদ্বেগ প্রকাশ করেছে স্বয়ং রাষ্ট্রসংঘ। তবে তাতেও দমছে না সৌদি আরব।