দাসনা মন্দিরের প্রধান পুরোহিত যতি নরসিংহানন্দ সরস্বতীকে গলা কেটে ও জিভ কেটে খুনের হুমকি দেওয়া আম আদমি পার্টির বিধায়ক আমানতুল্লাহ খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা কপিল মিশ্র। তিনি গাজিয়াবাদের সাহিবাবাদ থানার স্টেশন অফিসারের কাছে লিখিত অভিযোগ পাঠিয়েছেন। এর পাশাপাশি তাঁর অভিযোগটি মেল করেও পাঠিয়েছেন।
অভিযোগ পত্রে কপিল মিশ্র লিখেছেন যে, তাঁর(আমানতুল্লাহ খানের) ঘৃণা ভরা শব্দ দেশে অশান্তি ও দাঙ্গার সৃষ্টি করতে পারে। তিনি আরও বলেন যে আমানতুল্লাহ খানের বক্তব্যে দেশের দুই সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। ‛তাঁর বক্তব্যে এটা স্পষ্ট যে সে হিন্দু সাধুদের বিরুদ্ধে ঘৃণার মনোভাব পোষণ করেন’। তাঁর উষ্কানীমূলক পোস্টের ফলে ওই সাধু খুন হয়ে যেতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন কপিল মিশ্র।
কপিল মিশ্র তাঁর অভিযোগে আমানতুল্লাহ খানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১১৫, ১৫৩, ১৫৩এ, ১৫৩বি, ২৯৫, ২৯৫এ সহ একাধিক ধারায় মামলা দায়ের করার দাবি জানিয়েছেন। তিনি অনুরোধ করেছেন যে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং দাঙ্গার ঘটনা যাতে না ঘটে, তাই তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।
উল্লেখ্য, নবী মহম্মদকে অবমাননার অভিযোগ তুলে স্বামী যতি নরসিংহানন্দ সরস্বতীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গলা কেটে খুন করার ডাক দেন আম আদমি পার্টির বিধায়ক আমানতুল্লাহ খান। পরে তিনি দিল্লী পুলিশে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে দিল্লী পুলিশ একাধিক ধারায় মামলা দায়ের করে স্বামীর বিরুদ্ধে। কিন্তু খুনের হুমকি দেওয়া আম আদমি পার্টির বিধায়কের বিরুদ্ধে FIR করার সাহস দেখাতে পারেনি দিল্লী পুলিশ।