টিউশন পড়তে যাওয়ার পথে এক হিন্দু নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করলো এক ব্যক্তি। ঘটনার পরে ওই ব্যক্তি এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম সাহাবুর রহমান। ঘটনা দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত কুশমন্ডি থানা এলাকার।
জানা গিয়েছে, বছর পনেরোর ওই নাবালিকার বাড়ি বালাসপুর গ্রামে। সে গত ২৫শে মার্চ সকালে সাইকেলে করে টিউশন পড়তে যাচ্ছিল। সেই সময় বেতাহার গ্রামের সাহাবুর রহমান(৪৮) রাস্তায় ওই নাবালিকাকে আটকে শ্লীলতাহানি করে ওবং রাস্তায় ফেলে ধর্ষনের চেষ্টা করে। ওই নাবালিকা বাঁচার জন্য চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এলে বাইকে করে পালিয়ে যায় সে। পরে ওই নাবালিকা বাড়ি ফিরে পুরো ঘটনার কথা জানায়। তারপরেই কুশমন্ডি থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই নাবালিকার পিতা। অভিযোগ পাওয়ার পরই আইন অনুযায়ী একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করে।
এদিকে স্থানীয় প্রভাবশালীদের সঙ্গে রফা করে ওই নাবালিকার পরিবারকে চাপ দিয়ে বিষয়টিকে মিটিয়ে ফেলার চেষ্টা করে অভিযুক্ত সাহাবুর রহমান। সেইমত নাবালিকার পরিবারকে সালিশি সভায় বসতে বাধ্য করা হয়। ওই স্থানে উপস্থিত ছিল অভিযুক্ত সাহাবুর রহমান। ঘটনার খবর পেয়ে পুলিশ উপস্থিত হয় সালিসি সভায়। পুলিশকে দেখে স্থানীয় প্রভাবশালীরা পালিয়ে যায়। গ্রেপ্তার করা হয় সাহাবুর রহমানকে। ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। তাঁরা সাহাবুর রহমানের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেছেন।