এক হিন্দু নাবালিকাকে ধর্ষণের ঘটনা ঘিরে প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল কোচবিহার জেলার মাথাভাঙ্গার শিকারপুর বাজার। উত্তেজিত জনতা ব্যাপক ভাঙচুর চালায়। এই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। RAF এবং বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তকাল ২৬শে মার্চ এই ঘটনা ঘটে।
জানা গিয়েছে, মাথাভাঙ্গার শিকারপুর বাজারে জয়নাল আবেদীন নামে এক ব্যক্তির দর্জির দোকান রয়েছে। ওই দোকানে স্থানীয়রা জামা-কাপড় বানাতে আসতো। গতকাল স্থানীয় এক নাবালিকা রাজবংশী কিশোরী ওই দোকানে নিজের চুড়িদার বানানোর মাপ দিতে এসে। সেইসময় জয়নাল আবেদীন ওই নাবালিকাকে দোকানের ভিতরের ঘরে আটকে রেখে ধর্ষণ করে। পড়ে ওই নাবালিকা বাড়ি ফিরে ঘটনার কথা জানালে থানায় অভিযোগ দায়ের করে তাঁর পরিবারের লোকেরা।
এই ঘটনার কথা এলাকায় জানাজানি হতেই ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। উত্তেজিত জনতা শিকারপুর বাজারে অবস্থিত জয়নাল আবেদীনের দোকানে ব্যাপক ভাঙচুর চালায়। ভেঙে গুঁড়িয়ে দেয় অভিযুক্তের দোকান। পরে বিশাল পুলিশবাহিনী ও RAF ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেষ পাওয়া খবর অনুযায়ী কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে এলাকায়।