তৃণমূলের কাউন্সিলারের মদতে তাদের নাবালিকা কন্যাকে অপহরণ করা হয়েছে। অপহরণ করেছে এলাকার ৫ জন মুসলিম যুবক। পুলিশের কাছে অভিযোগ জানানোর পর কেটে গিয়েছে ২২ দিন। এখনও উদ্ধার হয়নি ওই নাবালিকা। পুলিশের নিষ্ক্রিয়তার জন্যই উদ্ধার হয়নি তাদের কন্যা, এমনটাই অভিযোগ ওই নাবালিকার পরিবারের। ঘটনা মালদহ জেলার ইংরেজবাজার থানা এলাকার।
জানা গিয়েছে, ওই নাবালিকার বয়স মাত্র ১৩ বছর। তাঁরা ইংরেজবাজার পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাদের অভিযোগ, ওই ওয়ার্ডের ৫ জন মুসলিম যুবক মুন্না শেখ, আকবর শেখ, ছোট্টু শেখ, আসগর শেখ ও সুলতান শেখ ওই নাবালিকাকে অপহরণ করেছে। তাঁরা পুলিশে অভিযোগ দায়ের করেছেন। কিন্তু এখনও উদ্ধার হয়নি।
ইতিমধ্যে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কেস রুজু করে তদন্ত শুরু করেছে, যার নম্বর- ২২৮/২১। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে IPC ৩৬৩ ও ৩৬৫ ধারায় মামলা দায়েরও করেছে।
উল্লেখ্য, ওই নাবালিকা দলিত হিন্দু পরিবারের। তাঁর পিতার অভিযোগ, পুলিশ তাদের মেয়েকে উদ্ধারে কোনো ব্যবস্থা নিচ্ছে না? তাঁর কথায়, পুলিশের কাছে গেলে বলে আমরা খুঁজছি, আপনারাও খুঁজুন। পাশপাশি, ওই নাবালিকার পিতার অভিযোগ, স্থানীয় কাউন্সিলারের মদতেই তাঁর কন্যাকে অপহরণ করা হয়েছে। তাই তাদেরকে আড়াল করতেই অভিযুক্তদের ধরছে না পুলিশ। এমতবস্থায়, মেয়েকে উদ্ধারের দাবিতে ধর্ণায় বসেছিলেন পরিবার।