প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক হিন্দু তরুণীর পেটে ছুরি চালিয়ে দিলো মুসলিম যুবক। ঘটনা পুরাতন হায়দরাবাদ শহরের। ঘটনায় গুরুতর আহত ওই তরুণী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গিয়েছে, ওই তরুণী পেশায় ইঞ্জিনিয়ার। সে সাইবারাবাদ পুলিশ কমিশনারেট এলাকার নরসিঙ্গি থানার অন্তর্গত একটি ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকতেন। ওই মুসলিম যুবক সলমন শাহরুখ আদতে হরিয়ানার বাসিন্দা হলেও সে দীর্ঘদিন হায়দরাবাদে থাকতো। সে হেয়ার স্টাইলিস্ট হিসেবে কাজ করতো। দুজনে একে অপরের সঙ্গে পরিচিত ছিল।
তরুণীর পরিবারের অভিযোগ, সলমন শাহরুখ ওই তরুণীকে দীর্ঘদিন ধরেই প্রেম প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু তাতে রাজি ছিল না ওই তরুণী। এমনকি পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে, কিছুদিন আগে থানায় নিজের প্রাণের আশঙ্কার কথা জানিয়ে নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছিলেন। কিন্তু সেই অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখেনি পুলিশ, এমনটাই অভিযোগ।
গতকাল ২রা মার্চ, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সলমন ছুরি নিয়ে ওই তরুণীর ফ্ল্যাটের সামনে আসে এবং ওই তরুণীর পেটে ছুরি চালিয়ে দেয়। তারপর তরুণীর চিৎকারে লোকজন ছুটে আসে এবং ঐ যুবককে ধরে ফেলে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে ওই তরুণী হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা আশঙ্কাজনক। পরে স্থানীয় সাংসদ বান্দি সঞ্জয় হাসপাতালে ওই তরুণীকে দেখতে আসেন। তিনি তরুণীর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।