আজ বামফ্রন্ট, কংগ্রেস এবং আব্বাস সিদ্দিকীর মহাজোটের ব্রিগেড সমাবেশ বিশাল জনসমাগম। আর এই সভায় বক্তব্য রাখতে গিয়ে বারবার সিপিআইএম নেতা মহম্মদ সেলিম ও বিমান বসুকে ধন্যবাদ জানালেন আব্বাস সিদ্দিকী। ধন্যবাদের কারণও খোলসা করলেন তিনি নিজেই। আব্বাস বললেন, রীক দল ও অন্যান্যদের বুঝিয়ে, অনেক ত্যাগ স্বীকার করে আমার দলকে ৩০টি আসন দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ।
আজ দুপুরে ব্রিগেড সমাবেশে এসে পৌঁছান আব্বাস সিদ্দিকী। তখন বক্তব্য রাখছিলেন সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র। কিন্তু আব্বাস পৌঁছাতেই তাঁর অনুগামীরা ‛আব্বাস, আব্বাস’ চিৎকার জুড়ে দেন। আর তাতেই নিজের বক্তৃতা ছোট করে বক্তব্য শেষ করেন। তারপরই বক্তব্য দিতে মঞ্চে ওঠেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তাঁর বক্তব্যের সময়ও বাধা সৃষ্টি করেন আব্বাস সমর্থকরা। ‛আব্বাস, আব্বাস চিৎকার শোনা যেতে থাকে। বাধ্য হয়ে বক্তব্য ছোট করেই শেষ করেন অধীর। তারপরেই বক্তব্য দিতে ওঠেন আব্বাস সিদ্দিকী।