দিনের আলোয় এক হিন্দু নাবালিকাকে অপহরণের ঘটনা ঘটলো উত্তর প্রদেশের আগ্রাতে। ইতিমধ্যে ঘটনা সিসিটিভিতে ধরা পড়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তবে অনেকের মতে, এই ঘটনা লাভ জিহাদের।
গত ২৩শে ফেব্রুয়ারি আগ্রা জেলার দয়ালবাঘ এলাকার তারাগঞ্জ ইসকে এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায় যে মেহতাব রানা রাস্তায় হাঁটতে থাকা ওই হিন্দু নাবালিকার কাছে যায়। তারপর তাকে বোরখা পরিয়ে দেয়। তারপর থেকে ওই নাবালিকা ও মেহতাব বেপাত্তা।
ইতিমিধ্যে এই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অনেকেই মহিলার নিরাপত্তা নিয়ে পুলিশের ভূমিকায় প্রশ্ন তোলেন। তারপরেই এই ভিডিও নজরে আসে পুলিশের। পুলিশের তরফে যোগাযোগ করা হয় ওই নাবালিকার সঙ্গে। দায়ের হয় FIR। কিন্তু মেহতাব এবং ওই হিন্দু নাবালিকার এখনও পর্যন্ত কোনও খোঁজ পাওয়া যায়নি। তবে পুলিশ ওই নাবালিকার খোঁজে একাধিক টিম তৈরি করে বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে।
তবে পুলিশের সূত্রে খবর, এই ঘটনা লাভ জিহাদের। কারণ মেহতাব ওই নাবালিকার পিতার হোটেলে কাজ করতো। সেই সূত্রে ওই নাবালিকাকে প্রেমের জালে ফাঁসায় সে। এর আগে ২০১৮ সালে ওই নাবালিকাকে নিয়ে পালিয়ে যায় মেহতাব। পরে পুলিশের তল্লাশিতে ভয় পেয়ে নাবালিকাকে বাড়ি পাঠিয়ে দেয়। কিন্তু সেসময় তাকে গ্রেপ্তার করেনি পুলিশ। অন্যদিকে ওই নাবালিকা জাঠ সম্প্রদায়ের হওয়ায় এলাকায় উত্তেজনা রয়েছে। ফলে ওই নাবালিকাকে উদ্ধারে সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।