রাজ্যের বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে, রাজ্যের মুসলিম ভোট ধরে রাখা নিয়ে একের পর এক নাটক শুরু হয়েছে। এদিকে মুসলিম ভোটে থাবা বসাতে আব্বাস সিদ্দিকী নতুন খুলেছেন তো, অন্যদিকে হায়দরাবাদের আসাদুদ্দিন ওয়েসীর মীম ময়দানে নেমে পড়েছে পুরোপুরি। কিন্তু রাজ্যে তাদের প্রথম সভার অনুমতি দিলো না প্রশাসন।
গতকাল ২৫শে ফেব্রুয়ারি, বৃহস্পতিবার মেটিয়াবুরুজে মীমের সভা হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ জানিয়ে দেয় যে এই সভার অনুমতি দেওয়া সম্ভব নয়। ফলে বাতিল করা হয় সভা। এদিকে সূত্রের খবর, এই সভায় আসার কথা ছিল আসাদুদ্দিন ওয়েসীর। এছাড়াও, রাজ্যের মীম নেতারাও উপস্থিত থাকবেন বলে কথা ছিল। কিন্তু অনুমতি না দেওয়ায় সভা বাতিল হয়। আর এতেই ক্ষুব্ধ মীমের রাজ্য নেতারা। মীম নেতা জামিরুল হাসান অভিযোগ করেন, ১০ দিন আগে আবেদন করলেও পুলিশ সভা করার অনুমতি দেয়নি।
প্রসঙ্গত, মেটিয়াবুরুজ এলাকাটি তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারের অন্তর্গত। মুসলিম অধ্যুষিত এই এলাকায় মীমের সভার ফলে ভালোই প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছিল। মীম নেতাদের অভিযোগ, সেই কারণেই তাদের সভা করার অনুমতি দেওয়া হয়নি।