সরকারি অফিসার ও কর্মচারীদের প্রভাবিত করে রাজ্যের গ্রন্থাগারগুলিতে সরকারি টাকায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বই কেনা হচ্ছে। এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক দীপককুমার ঘোষ। তাঁর দাবি, এনিয়ে তদন্ত হোক।
দীপককুমার ঘোষ প্রাক্তন আইএএস অফিসার। তিনি আদালতে এই অভিযোগ জানিয়ে দুর্নীতি দমন আইনে তদন্ত চেয়েছেন। এমনকি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মমতার বই কেনার ওপর স্থগিতাদেশ চেয়ে তিনি আবেদন জানিয়েছেন কলকাতা হাইকোর্টে।
মামলার আইনজীবী সৌরভ মন্ডল জানিয়েছেন, যেভাবে জনগণের টাকা খরচ করে রাজ্যের গ্রন্থাগারগুলিতে মমতার লেখা বই কেনা হয়েছে, সে বিষয়ে ১৯৮৮ সালের দুর্নীতি দমন আইনে আদালতের কাছে তদন্ত চেয়েছেন তাঁরা। রাজ্যের গ্রন্থাগারগুলিতে বই কেনার ব্যাপারে অন্যান্য লেখকের সঙ্গে মুখ্যমন্ত্রীকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে কিনা, সেই বিষয়েও খতিয়ে দেখার আর্জি জানানো হয়েছে। মামলাকারীর দাবি, মুখ্যমন্ত্রীর বই কেনার ব্যাপারে সরকারি কোষাগার থেকে মোটা টাকা খরচ করা হয়েছে।