দিল্লীর মঙ্গলপুরী এলাকায় হিন্দু যুবক রিঙ্কু শর্মা হত্যা মামলায় আরও ৪ জনকে গ্রেপ্তার করলো দিল্লী পুলিশ। ধৃতরা সকলেই স্থানীয় বাসিন্দা। রিঙ্কুর বাড়ির উল্টোদিকে বসানো একটি সিসিটিভি ফুটেজে রিঙ্কুকে মারধর করা এবং হত্যার চেষ্টার ঘটনা ধরা পড়েছে।
গ্রেপ্তার হওয়া যুবকেরা সকলেই স্থানীয় মুসলিম বাসিন্দা। ধৃতদের নাম- দ্বীন মহম্মদ, দিলশান ওরফে আফতাব, ফাইয়াজ ওরফে সাদরি, ফৈজান ওরফে নিরালে।
সিসিটিভি ফুটেজ অনুযায়ী একদল মুসলিম যুবক ঘটনার দিন সন্ধ্যায় লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে রিঙ্কু শর্মার বাড়িতে হামলা করে। তাঁরা রিঙ্কু শর্মাকে বেধড়ক মারধর করে। পড়ে পিছনে চুরি ঢুকিয়ে দেয়। তবে বিভিন্ন মহল থেকে দাবি করা হয়েছিল যে জন্মদিনের পার্টি থেকে যে বচসা হয়েছিল, তা থেকেই এই খুন। কিন্তু সিসিটিভি ফুটেজ সামনে আসায় সেই দাবি নস্যাৎ হয়ে গেল। ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে, পরিকল্পনা করে একদল মুসলিম যুবক রিঙ্কু শর্মার বাড়িতে হামলা চালায় এবং পরে রিঙ্কু শর্মাকে খুন করে।